ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার এই ফরম্যাটের টিকে থাকা নিয়ে সন্দিহান। অনেকেই শুধুমাত্র টেস্ট ও টি-টোয়েন্টিকে গুরুত্ব দিচ্ছেন, ফলে ওয়ানডে ক্রিকেটের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
আইসিসি অবশ্য এখনো ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ আয়োজন করছে। বিভিন্ন দল দ্বিপাক্ষিক সিরিজও খেলছে। তবে ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলির মতে, ওয়ানডে ফরম্যাট কার্যত মৃত। ভয়াবহ নিয়মের কারণে এটি তার আবেদন হারিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
গত বছর (২০২৪) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মঈন আলি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘ওয়ানডে ফরম্যাট এখন প্রায় মৃত। বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টের কারণে এটি কিছুটা টিকে আছে, তবে এটি ক্রিকেটারদের জন্য খুবই খারাপ একটি ফরম্যাট।’
তার মতে, ওয়ানডের বর্তমান নিয়ম-কানুন বোলারদের জন্য একেবারেই প্রতিকূল। প্রথম পাওয়ার প্লের পর মাত্র চারজন ফিল্ডার ৩০ গজের বাইরে রাখতে পারার নিয়মটি ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক করে তুলেছে খেলা। এছাড়া, দুটি নতুন বল ব্যবহারের নিয়ম রিভার্স সুইংকে প্রায় বিলুপ্ত করে দিয়েছে, যা বোলারদের জন্য এক বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, ‘আগে পাওয়ার প্লের পর পাঁচজন ফিল্ডার বাইরে রাখতে পারা যেত, কিন্তু এখন সেটি চারজন করা হয়েছে। ফলে ব্যাটারদের রান করাটা অনেক সহজ হয়ে গেছে। তাছাড়া, দুটি নতুন বল ব্যবহারের ফলে রিভার্স সুইং আর দেখা যায় না, যা বোলারদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে ব্যাটসম্যানরা গড়ে ৬০-৭০ রান করলেও বোলারদের জন্য ম্যাচে প্রভাব ফেলা কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন মঈন। তিনি আরও বলেন, ‘বোলারদের জন্য চাপ তৈরি করার সুযোগ কমে গেছে। একজন ব্যাটসম্যান রিভার্স সুইপ খেললে সেটি সহজেই বাউন্ডারি হয়ে যাচ্ছে, যা আগে অনেকটাই কঠিন ছিল।’
এই ইংলিশ অলরাউন্ডার মনে করেন, ওয়ানডের নিয়মগুলোর পরিবর্তন ব্যাটিংকে অনেক সহজ করেছে এবং বোলিংকে অনেক কঠিন করে তুলেছে। তার ভাষায়, ‘দুটি নতুন বলের নিয়মের ফলে ব্যাটিং অনেক সুবিধাজনক হয়ে গেছে। ফলে ব্যাটিংয়ের কৌশলগত দিকও হারিয়ে যাচ্ছে।’
সব মিলিয়ে মঈন আলির দৃষ্টিতে ৫০ ওভারের ক্রিকেট হারিয়ে যাচ্ছে। তার মতে, ওয়ানডে ক্রিকেট এখন কেবল নামমাত্র টিকে আছে, কার্যত এটি ‘মৃত’ হয়ে গেছে।