এ বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই আসরের জন্য বিপুল পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি। কাতার বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার, অথচ নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপে বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি ডলার।
তবে এই অর্থ কীভাবে ৩২টি দলের মাঝে বণ্টন করা হবে, তা এখনো নির্ধারণ করেনি ফিফা। সংস্থাটি জানিয়েছে, পুরো আয় অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে, ফিফা নিজের জন্য কোনো অর্থ রাখবে না। এ ছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোকে অতিরিক্ত ফি দেওয়া হবে।
ফিফার অনুমান অনুযায়ী, এই টুর্নামেন্ট থেকে আয় হতে পারে ২০০ কোটি ডলার। ২০২৮ সাল থেকে মেয়েদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণাও দিয়েছে ফিফা। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “শুধু ইউরোপ নয়, আমরা পুরো বিশ্বের ক্লাব ফুটবলের উন্নয়ন চাই। তাই ফিফার পরিকল্পনায় রয়েছে নতুন পদক্ষেপ, যা ক্লাবগুলোকেও আগ্রহী করে তুলবে।”
এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপ মাত্র ৭ দল নিয়ে আয়োজিত হতো, যেখানে ২০২৩ সালের আসরের জন্য মোট প্রাইজমানি ছিল ১.৬ কোটি ডলার। নতুন ফরম্যাটের ২০২৫ বিশ্বকাপে ইউরোপের ১২টি, দক্ষিণ আমেরিকার ৬টি, আফ্রিকা, এশিয়া ও উত্তর-মধ্য আমেরিকার ৪টি করে দল থাকবে। এছাড়া ওশেনিয়া ও স্বাগতিক দেশ থেকে একটি করে দল অংশ নেবে।
১৪ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মিসরের আল আহলির বিপক্ষে। আর ১৩ জুলাই নিউইয়র্কের নিউজার্সি মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।