টানা দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ফরচুন বরিশাল। ৭ ফেব্রুয়ারি শেরে বাংলার ফাইনালে জয় পেলেই তামিম ইকবালের নেতৃত্বে আবারও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে দলটি। শুরু থেকেই বরিশাল ছিল প্রতিযোগিতার শীর্ষ দুটি দলের একটি, তবে রংপুর রাইডার্সের ছন্দপতনের পর সবার উপরে উঠে আসে তামিমের দল। পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখে কোয়ালিফায়ার-১-এ চিটাগং কিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে সবার আগে ফাইনালে জায়গা করে নেয় তারা।
বরিশালের সামনে এখন শুধু ফাইনালের অপেক্ষা। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যে জয়ী দলের বিপক্ষে আগামী শুক্রবার শিরোপার লড়াইয়ে নামবে তারা। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পেছনে মূল কারণ কী? ফাইনালে কোন প্রতিপক্ষকে মোকাবিলা করতে চাইছে বরিশাল?
দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল মনে করেন, গত আসরের মূল খেলোয়াড়দের ধরে রাখার কারণেই বরিশাল ধারাবাহিক সাফল্য পাচ্ছে। দলের মধ্যে দৃঢ় ঐক্য, পারস্পরিক বোঝাপড়া ও সম্প্রীতিই পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলেছে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও কাইল মায়ার্সের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দলে থাকায় স্বস্তি এসেছে। দলের প্রতি সবার আন্তরিকতা ও দায়িত্ববোধ সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে।
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে কাকে পেতে চান, এমন প্রশ্নে বরিশাল কোচ জানান, প্রতিপক্ষ যেই হোক না কেন, ম্যাচ জিততে হলে নিজেদের সেরাটা খেলতে হবে। কোনো নির্দিষ্ট দলকে বেছে নেওয়া হলে অন্য দলকে খাটো করা হবে, যা তিনি করতে চান না। তাই খুলনা বা চিটাগং, যে দলই আসুক, বরিশাল তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে প্রস্তুত রয়েছে।