এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার পরিবারের বিরুদ্ধে বিদেশে এক বিলিয়ন ডলার অর্থ পাচারের অভিযোগ তদন্তে ইসলামী ব্যাংকের ২৫ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্র জানায়, সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও সাইপ্রাসসহ বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ৫, ৬ ও ৯ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদ করা হবে। ইতোমধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আবু সাঈদ জানান, অনুসন্ধানের স্বার্থে এই কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হবে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা হবে।