ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই ম্যাচকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন ৩০ সদস্যের দলে ডাক পাওয়া ২৭ ফুটবলার।
ইংল্যান্ডের লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী আগামী ১৯ মার্চ ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেবেন। ইতালির লিগে খেলা ফাহামেদুল ইসলাম অবশ্য ১০ মার্চ সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পে সরাসরি যোগ দেবেন।
শনিবার সকাল থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠের অনুশীলন শুরু হবে, যা চলবে ৫ মার্চ পর্যন্ত। এরপর কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা ২৮ সদস্যের দল নিয়ে সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্পের জন্য রওনা হবেন। সেখান থেকে ১৭ মার্চ দল ঢাকায় ফিরবে।
এদিকে, ডিফেন্ডার সাদ উদ্দিন এখনও ক্যাম্পে যোগ দেননি, তবে তিনি শনিবার সকালে দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানা গেছে। ঢাকায় তিন দিনের অনুশীলন শেষে দল যাবে শিলংয়ে, যেখানে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ হলো হংকং ও সিঙ্গাপুর। তাই মূল পর্বে জায়গা করে নিতে হলে দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।