সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বছরের প্রথম এল-ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপারকোপার ফাইনালের এই ম্যাচে প্রথমার্ধেই রিয়াল কার্যত হার নিশ্চিত করে। যদিও ম্যাচের শেষ ৪০ মিনিট ১ জন বেশি নিয়ে খেলেছে রিয়াল, তবুও সেটির কোনো সুবিধা নিতে পারেনি আনচেলত্তির দল।
ম্যাচ শেষে হতাশ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, “এটি একটি বাজে রাত। আমরা আমাদের সমর্থকদের মতোই হতাশ। আমাদের এই হার স্বীকার করে সামনে এগিয়ে যেতে হবে। জয়ের পাশাপাশি হার থেকে শিখতে হবে।”
নিজ দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে আনচেলত্তি আরও বলেন, “আমরা খুব বাজেভাবে রক্ষণ সামলেছি। এতে তারা সহজেই গোল করার সুযোগ পেয়েছে। আমরা প্রচুর ডুয়েল হেরেছি এবং প্রথমার্ধে সঠিকভাবে ফুটবল খেলতেই পারিনি। বিরতির সময় খেলোয়াড়দের বলেছিলাম, আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। কিন্তু আমরা শুধু লং বল খেলেছি, যা আমাদের কৌশলের অংশ ছিল না।”
বার্সেলোনার হয়ে রাফায়েল রাফিনিয়া দুটি গোল করেন, আর রবার্ট লেভান্ডফস্কি, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দে একটি করে গোল করেন। রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপে ও রদ্রিগো গোয়েস দুটি গোল শোধ দেন। তবে সেটি ম্যাচের ফলাফল পাল্টানোর জন্য যথেষ্ট ছিল না।
এই হারের মাধ্যমে বার্সেলোনা তাদের ১৫তম স্প্যানিশ সুপারকোপার শিরোপা ঘরে তুলেছে, আর রিয়ালকে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।