স্প্যানিশ লা লিগার চলতি ম্যাচে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে, যার ফলে রিয়াল মাদ্রিদ শীর্ষে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে।
রিয়াল মাদ্রিদ ম্যাচে শুরুতেই ২৫ সেকেন্ডের মাথায় গোল হজম করে। তবে এতে দমে না গিয়ে ১৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় এমবাপে। এরপর ৩৩ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলের পর আবার এমবাপে রদ্রিগোর ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন। তবে, বিরতির আগেই এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করতে পারলেন না, কারণ তার গোলটি অফসাইডের কারণে বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে রদ্রিগোর কাউন্টার অ্যাটাকে করা গোল রিয়ালের জয় নিশ্চিত করে। এরপর লাস পালমাসের একটি লাল কার্ডের কারণে তারা ১০ জনে পরিণত হয়, এবং রিয়াল আর কোন গোল করতে পারেনি।