এফএ কাপের চতুর্থ রাউন্ডে তৃতীয় স্তরের ক্লাব লেটন ওরিয়েন্টের বিপক্ষে জয় পেলেও সহজ ম্যাচ কাটেনি ম্যানচেস্টার সিটির জন্য। শেষ মুহূর্তে কেভিন ডে ব্রুইনার গোলে ২-১ ব্যবধানে জয় পায় পেপ গার্দিওলার দল।
শনিবার ম্যাচের শুরু থেকেই সিটি চাপে পড়ে যায়। ওরিয়েন্টের জেমি ডনলি ১৬তম মিনিটে দূরপাল্লার শটে গোল করলে এগিয়ে যায় স্বাগতিক দল। তার শট ক্রসবারে লেগে গোলরক্ষক স্টেফান অর্তেগার পিঠে লেগে জালে জড়ায়, যা ওরিয়েন্টকে চমকপ্রদ লিড এনে দেয়।
গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। অবশেষে ৫৬তম মিনিটে অবদুকোদির খুসানভের গোলে সমতায় ফেরে সিটি।
ম্যাচের ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা কেভিন ডে ব্রুইনা জ্যাক গ্রিলিশের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন। তবে নাটক তখনো শেষ হয়নি। যোগ করা সময়ের শেষ মুহূর্তে ওরিয়েন্ট অধিনায়ক ড্যান হ্যাপে দুর্দান্ত এক সুযোগ পেলেও তার ভলি লক্ষ্যে থাকেনি। ফলে কঠিন লড়াইয়ের পর জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।