বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি এক বোর্ড সভায় ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। নতুন কেন্দ্রীয় চুক্তি, ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে এই সব কিছুর মাঝেও আলাদা করে আলোচনায় এসেছেন সাকিব আল হাসান।
জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও, সাম্প্রতিক সময়ে মাঠে দেখা যাচ্ছে না সাকিবকে। তবে তিনি বিসিবির গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন, যার আওতায় এখনো তার ৪৮ লাখ টাকা বকেয়া রয়েছে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চার মাসের বেতন পাননি সাকিব। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকায় এই অর্থ এখনও বুঝে পাননি তিনি। বিসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বেতন বাবদ সাকিবের প্রাপ্য অর্থ এখনো পরিশোধ করা হয়নি।
বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, “সাকিব চুক্তি অনুযায়ী তার বেতন অবশ্যই পাবেন। খেলুন বা না খেলুন, আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব।”
এদিকে, রাজনৈতিক পরিস্থিতি ও আইনি জটিলতার কারণে সাকিবের সময়টা ভালো যাচ্ছে না। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞারও মুখোমুখি হয়েছেন। সব মিলিয়ে দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকার জন্য এটি একটি চ্যালেঞ্জিং সময়।