হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান, যিনি সম্প্রতি স্বামী বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের পর ডিভোর্স দিয়েছেন, তার প্রেম জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। মাত্র এক মাসের মধ্যে তিনি ফরাসি সংগীতশিল্পী এবং প্রযোজক টাঙ্গুই ডেস্টেবলের সঙ্গে ডেটিং শুরু করেছেন। সম্প্রতি প্যারিসের রাস্তায় তাদের বাহুবন্ধি অবস্থায় হাঁটতে দেখা গেছে। তবে নাটালির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তারা এখনও সম্পর্কটিকে বন্ধুত্বের পর্যায়ে রেখেছেন। মিলেপিডের সঙ্গে বিচ্ছেদের পর নাটালি তার ব্যক্তিগত জীবনে নতুন করে শুরু করেছেন, এবং তিনি ধীরে ধীরে তার ক্ষতগুলো সারানোর চেষ্টা করছেন।