বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পারিশ্রমিক সংকট নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হয়েছে। এবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি দল পারিশ্রমিক পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটার মুনিম শাহরিয়ার।
২০২৩-২৪ মৌসুমে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন মুনিম। টুর্নামেন্ট শেষ হয়েছে প্রায় এক বছর, কিন্তু এখনো চুক্তির সম্পূর্ণ অর্থ পাননি তিনি। প্রথম দিকে ক্লাব কতৃপক্ষ তাকে পরিশোধের প্রতিশ্রুতি দিলেও এখন সেই আশ্বাসও মিলছে না বলে অভিযোগ করেছেন এই ওপেনার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুনিম লেখেন, “প্রাথমিকভাবে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার আলোচনা হয়েছিল। তারা আশ্বাস দিয়েছিলেন, মৌসুম শেষ হওয়ার আগেই পারিশ্রমিক পরিশোধ করা হবে।”
তিনি আরও জানান, খেলার সময় ৫০ শতাংশ অর্থ দেওয়া হলেও বাকিটা এখনো বকেয়া রয়েছে। “সিজন শেষ হওয়ার আগেই পুরো টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু এক বছর পেরিয়ে গেলেও ক্লাব কর্তৃপক্ষ বাকি পারিশ্রমিক দেয়নি।”
একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। মুনিম বলেন, “গত এক বছরে আমাকে অন্তত ১০-১২টি তারিখ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবারই তা ভঙ্গ করা হয়েছে।”
পারিশ্রমিক ইস্যুতে বিসিবি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।