প্রথমবারের মতো একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহনের রেকর্ড গড়েছে মেট্রোরেল। গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেছে, যা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে।
এর আগে একদিনে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ যাত্রী পরিবহনের অভিজ্ঞতা ছিল। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, তাদের লক্ষ্য প্রতিদিন সাড়ে ৫ লাখ যাত্রী পরিবহন করা। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬ চালু রয়েছে, যা ভবিষ্যতে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হলে যাত্রী সংখ্যা আরও বাড়বে।