বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন এক দম্পতির সংযোজন হলো। দেশের অন্যতম সেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সতীর্থ সাখাওয়াত হোসেন প্রান্তের সঙ্গে। দু’জনই বাংলাদেশ আনসারের হয়ে ভারোত্তোলনে অংশ নেন এবং দীর্ঘদিন ধরেই ছিলেন কাছের মানুষ।
শুক্রবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বহুদিনের সম্পর্ক অবশেষে পারিবারিক আয়োজনে পূর্ণতা পেল।
মাবিয়া আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যে উজ্জ্বল। ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে স্বর্ণ জেতার পর ২০১৯ সালে পোখারাতেও একই কৃতিত্ব দেখান তিনি। অন্যদিকে, প্রান্তের বড় সাফল্য মূলত ঘরোয়া ভারোত্তোলনে। ২০১৯ সালের নেপাল এসএ গেমসে ৮৯ কেজি ওজনশ্রেণিতে রুপার পদক জিতেছিলেন তিনি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একই খেলার প্রতিযোগীদের মধ্যে বিবাহের নজির অনেক। শুটিং, সাঁতার, ব্যাডমিন্টন, ফুটবল, আরচারি, টেবিল টেনিসসহ বিভিন্ন খেলায় এমন জুটি দেখা গেছে আগেও। এবার সেই তালিকায় যুক্ত হলেন সীমান্ত ও প্রান্ত।
নতুন জীবনের জন্য শুভকামনা দুই তারকার প্রতি।