বাংলাদেশে নতুন করে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম গত সোমবার দেশের এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট সকলকে এই ভাইরাসের বিষয়ে বিশেষ নির্দেশনা পাঠিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, এইচএমপিভির লক্ষণ যেমন জ্বর, কাশি, শ্বাসকষ্ট দেখা দিলে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। যাত্রীদের মুখে মাস্ক পরা এবং হাত স্যানিটাইজার ব্যবহার করার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, শ্বাসতন্ত্রের রোগ প্রতিরোধে মাস্ক ব্যবহার, সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই ভাইরাসটি করোনার মতোই হাঁচি, কাশি বা সংস্পর্শের মাধ্যমে ছড়ায়, তবে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিষেধক না থাকলেও, প্রতিরোধের জন্য সাধারণ স্বাস্থ্যবিধি অনুসরণ করা যেতে পারে।