উত্তর প্রদেশের উন্নাও জেলায় হোলির রঙ নিয়ে বিরোধের জেরে এক মুসলিম ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার কাসিম নগর এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সী শরীফ নামের ওই ব্যক্তি মসজিদে যাওয়ার পথে একদল মানুষের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হোলি উদযাপনরত একদল মানুষ শরীফের গায়ে রঙ ছোড়ার চেষ্টা করলে তিনি আপত্তি জানান। কিন্তু তারা বারবার একই কাজ করলে বাকবিতণ্ডা শুরু হয়, যা দ্রুত সহিংসতায় রূপ নেয়। একপর্যায়ে তাকে নৃশংসভাবে মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সামান্য বিশ্রামের ব্যবস্থা করলেও কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনাটি সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।