বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন রাজশাহীর পেসার তাসকিন আহমেদ। সিলেট পর্ব পর্যন্ত ছয় ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি শীর্ষ বোলার হিসেবে অবস্থান করছেন। এর মাঝেই আরেকটি সুখবর পেলেন তাসকিন। ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন তাদের ২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিনকে অন্তর্ভুক্ত করেছে।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি নিয়েছেন ৬৩ উইকেট, গড় ১৯.২৩। এটি শুধু বাংলাদেশের মধ্যেই নয়, বিশ্ব ক্রিকেটেও তাকে শীর্ষ তিন বোলারের তালিকায় স্থান দিয়েছে। তার অসাধারণ এই পারফরম্যান্সের স্বীকৃতিই দিয়েছে উইজডেন।
উইজডেনের বর্ষসেরা একাদশে অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাইম আইয়ুব, শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস, ওয়েস্ট ইন্ডিজের কেসি কার্টি ও শেরফান রাদারফোর্ড, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, এবং আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ও এএম গজানফার। স্পিন বিভাগে আছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি গত বছর ১০ ম্যাচে সর্বোচ্চ ২৬ উইকেট শিকার করেছেন। পেস বিভাগে শাহিন আফ্রিদির সঙ্গে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ।
২০২৪ সালে তাসকিন ওয়ানডেতে ১৪ উইকেট শিকার করেন, যা তার ধারাবাহিক পারফরম্যান্সের প্রমাণ। এই স্বীকৃতি শুধু তাসকিনের নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক গৌরবময় অধ্যায়।