বাংলাদেশ দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই ছিটকে গেছে, যার পর দেশের ক্রিকেটাররা এখন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলে যাচ্ছেন। তবে, শীঘ্রই তাদের জাতীয় দলের জন্য প্রস্তুত হতে হবে। আগামী এপ্রিল মাসে জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে সিরিজ খেলতে।
জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসবে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
গত বছর বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা ছিল। তবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেই সিরিজটি রিশিডিউল করা হয় এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এবার অবশেষে বাকি থাকা দুটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ আসছে।
এ প্রসঙ্গে নাফীস বলেন, “গত বছর আমাদের সিরিজের মধ্যে দুটি টেস্ট ম্যাচ ছিল, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা তা বাতিল করে দিয়েছিলাম। এবার সেই দুটি টেস্ট ম্যাচ খেলা হবে।”
তিনি আরও জানান, “এই সিরিজের ভেন্যু ও তারিখ খুব তাড়াতাড়ি জানানো হবে। ঢাকা প্রিমিয়ার লিগের কারণে ঢাকার মাঠ ব্যস্ত থাকবে, তাই একটি ম্যাচ ঢাকার বাইরে হবে।”
এভাবে, চলতি বছরের এপ্রিল মাসে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সিরিজ শুরু হবে, যার জন্য ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়।