ঈদুল ফিতর উপলক্ষে লঞ্চে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ থেকে প্রতিটি লঞ্চে চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদের পরবর্তী দুই দিন পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়া, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাতের স্পিডবোট এবং ২৪ ঘণ্টার বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে এই পদক্ষেপের উদ্দেশ্য হলো ঈদ যাত্রাকে আরও নিরাপদ ও সুষ্ঠু করা। লঞ্চ মালিকদের জন্য ২৪টি নিরাপত্তা নির্দেশনা প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, যাত্রী ধারণক্ষমতা সীমিত রাখা, এবং লঞ্চে আনসার সদস্যদের নিয়োগের নির্দেশনা।