দীর্ঘ ১৫ মাস পর ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে। শনিবার, ১৮ জানুয়ারি, ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তির অনুমোদন দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে ২৪ জন মন্ত্রী পক্ষে এবং ৮ জন বিপক্ষে ভোট দিয়েছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার থেকে চুক্তি কার্যকর হবে।
প্রথম ধাপে গাজায় আটক ৩ ইসরায়েলি নারী ও ৯৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার ভেতরে ভিন্নমত দেখা গেছে। উগ্র ডানপন্থী মন্ত্রীরা এই চুক্তির বিরোধিতা করেছেন এবং গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার জন্য সরকারের প্রতিশ্রুতি দাবি করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইসরায়েলে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করবেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। এই সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং গাজায় বিশাল ধ্বংসযজ্ঞ হয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এই সংঘর্ষে ৪৬,৮৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে অঞ্চলটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসার আশাবাদ দেখা দিয়েছে।