ইসরায়েলি কারাগারে দীর্ঘদিন বন্দী থাকা ফিলিস্তিনি বন্দীদের শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। মোয়াজাজ ওবাইয়েতসহ অনেকেই ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, যার ফলে তারা শারীরিকভাবে দুর্বল এবং মানসিকভাবে বিপর্যস্ত। বন্দী নির্যাতন, যৌন সহিংসতা ও ভয়াবহ পরিস্থিতির কারণে মুক্তি পাওয়া অনেক বন্দী মানসিক রোগে আক্রান্ত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলি এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।