ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাংশ থেকে দক্ষিণে যাওয়ার প্রধান সড়ক, সালাহ আল-দিন স্ট্রিট, বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপটি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বুধবার ইসরাইলি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রথমবারের মতো ইসরাইলি ট্যাংক গাজা সিটির দক্ষিণে নেযারিমের কাছে পৌঁছে এই রাস্তাটি বন্ধ করে দেয়।
এদিকে, গাজা উপত্যকার পশ্চিম উপকূলে আল-রশিদ স্ট্রিট এখনো খোলা রয়েছে, যেখানে মানুষ হাঁটতে পারে এবং উত্তর দিকে যেতে পারে। তবে, ইসরাইল এই পদক্ষেপটি হামাস এবং ফিলিস্তিনিদের ওপর আরও চাপ সৃষ্টি করতে নিয়ে এসেছে। এর ফলে, গাজার মানুষের অবস্থা আরও কঠিন হয়ে পড়েছে এবং এটি যুদ্ধবিরতি চুক্তির পুরোপুরি ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে।
গাজায় ইসরাইলের হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বর্তমানে গাজা উপত্যকায় প্রাণহানির সংখ্যা ৪৯ হাজার ৫৪৭ জনে পৌঁছেছে। এদিকে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী, যা পরিস্থিতি আরও মারাত্মক করেছে।