বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক জানিয়েছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক কেনার জন্য কোনো আগ্রহী নন। গত শনিবার এক মন্তব্যে তিনি বলেন, ‘আমি টিকটক কেনার জন্য কোনো দরপত্র জমা দিইনি, এবং যদি আমি টিকটক কিনতাম, তবে তার ব্যবস্থাপনা নিয়ে আমার কোনো পরিকল্পনাও ছিল না।’
ইলন মাস্ক এই মন্তব্যটি একটি জার্মান ফোরামে ভিডিও মাধ্যমে জানান। তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি টিকটক ব্যবহার করি না, তাই এটি নিয়ে খুব বেশি পরিচিতও নই। আমি টিকটক অধিগ্রহণের ব্যাপারে আগ্রহী নই।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে টিকটকের মূল মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স। গত বছর যুক্তরাষ্ট্রের সরকার টিকটকের মালিকানা হস্তান্তরের জন্য বাইটড্যান্সকে ছয় মাস সময় বেঁধে দিয়েছিল, কারণ তারা আশঙ্কা করেছিল যে, টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য চীনের কাছে চলে যেতে পারে। তবে এই মালিকানা হস্তান্তর না হওয়ায় গত জানুয়ারিতে কিছু সময়ের জন্য টিকটক বন্ধ হয়ে গিয়েছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে তা আবার চালু করা হয়।
এদিকে, মাস্কের অন্যান্য কোম্পানি যেমন টেসলা এবং এক্স (পূর্বে টুইটার), এসব প্রতিষ্ঠানে তার ব্যস্ততা থাকলেও, টিকটক নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেননি।