ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দাবি করেছেন, যদি ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইত, যুক্তরাষ্ট্র তা ঠেকাতে পারতো না। তিনি বলেন, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিত, তা যুক্তরাষ্ট্রের সামর্থ্যের বাইরে থাকতো। খামেনি আরও বলেন, আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা করলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না, এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাব কেবল একটি “প্রতারণা”।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু আলোচনা নিয়ে একটি চিঠি পাঠালেও, খামেনি তা প্রত্যাখ্যান করেন। তিনি যুক্তরাষ্ট্রের দাবি-দাওয়া অত্যাধিক উল্লেখ করে, চুক্তি করে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যাবে না বলেও মন্তব্য করেন। এর আগে, ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করলে, ইরান ২০১৯ সাল থেকে তার পারমাণবিক কাজ ত্বরান্বিত করে।
এছাড়া, ইরান পরমাণু অস্ত্র তৈরির কথা বরাবর অস্বীকার করে এসেছে, এবং খামেনি বলেন, “আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে, যুক্তরাষ্ট্র কিছুই করতে পারতো না, তবে আমরা তা চাই না।”