ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন মৌসুম শুরু হয়েছে বড় চমকের মধ্য দিয়ে। শক্তিশালী দল হিসেবে পরিচিত আবাহনী লিমিটেড নিজেদের প্রথম ম্যাচেই অপ্রত্যাশিতভাবে অগ্রণী ব্যাংকের কাছে ৬ উইকেটে হেরে গেছে। আর এই জয়ের নায়ক ছিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইমরুল কায়েস।
সোমবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আবাহনী ২৩৪ রান সংগ্রহ করে অলআউট হয়। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে কিছুটা ভরসা পেলেও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দলটি। তবে অগ্রণী ব্যাংকের ব্যাটসম্যানরা এই লক্ষ্য সহজেই পেরিয়ে যান।
অগ্রণী ব্যাংকের ইনিংসের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার সাদমান ইসলাম ৭০ বলে ৪৬ রান করেন, আর ইমরানউজ্জামান ৩৫ বলে ৩৫ রান যোগ করেন। তবে ম্যাচের মূল আকর্ষণ ছিলেন অধিনায়ক ইমরুল কায়েস। তিনি ৯৪ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তার সঙ্গে অপরাজিত থেকে ৬৩ বলে ৪৫ রান করেন অমিত হাসান।
প্রথম সেশনে আবাহনীর বোলাররা কিছুটা চাপ তৈরি করলেও, দ্বিতীয় সেশনে ইমরুল, সাদমান ও অমিতের ব্যাটিং দৃঢ়তায় ৩০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে অগ্রণী ব্যাংক। বিশেষ করে ইমরুল কায়েস ও অমিত হাসানের ১২৫ রানের জুটি দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়।
এই পরাজয়ে আবাহনী নতুন মৌসুমের শুরুতেই চাপে পড়ে গেল। অন্যদিকে, অগ্রণী ব্যাংক আত্মবিশ্বাসী শুরু করলো, যার কৃতিত্ব মূলত অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটিং দক্ষতাকে দেওয়া যায়।