চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে টানা শিরোপা ধরে রাখার লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে চেলসির বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয়ে তারা শীর্ষ চারে ফিরে এসেছে। অন্যদিকে, লিভারপুল তাদের আধিপত্য ধরে রেখেছে ইপসউইচকে ৪-১ গোলে হারিয়ে। এই ম্যাচে মোহাম্মদ সালাহ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।
ম্যানসিটি ৩ : ১ চেলসি
বিপর্যয়ের শুরুর দিকে ছিল ম্যানচেস্টার সিটি। ম্যাচের তৃতীয় মিনিটেই ডিফেন্ডার আবদুকোদির খুসানভের ভুলে চেলসির ননি মাদুয়েকে গোল করেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে ইয়েস্কো গাভারদিওল সমতায় ফেরান সিটিকে। দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ড এবং ফিল ফোডেনের গোল তাদের জয় নিশ্চিত করে।
এই জয়ে ম্যানসিটি ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে নিউক্যাসল। ছয়ে নেমে গেছে ছন্দহীন চেলসি।
লিভারপুল ৪ : ১ ইপসউইচ
অ্যানফিল্ডে ইপসউইচের বিপক্ষে দারুণ জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। দমিনিক সোবোসলাইয়ের শটে ১১ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ৩৫ মিনিটে মোহাম্মদ সালাহ দ্বিতীয় গোলটি করেন। এই গোলটি ছিল অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে সালাহ’র ১০০তম এবং চলতি লিগে তার ১৯তম গোল। পরে কোডি গাকপো দুটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের মাধ্যমে লিভারপুল ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪৭। তাদের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছে লিভারপুল।
ইপিএলের এই উত্তেজনাপূর্ণ রাতটি আবারও ফুটবলপ্রেমীদের হৃদয়ে দোলা দিয়ে গেছে।