বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে সৌদি আরবের তায়েফে। সেখানে যোগ দিয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। ফেনী জেলার এই ফুটবলার ইতালির চতুর্থ বিভাগ লিগে খেলেন এবং ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের জন্য বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে জাতীয় দলের ক্যাম্প শুরু হয় ২৮ ফেব্রুয়ারি, যেখানে ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামিদুল ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন। ৫ মার্চ কোচ ক্যাবরেরা দল নিয়ে সৌদি আরবে যান এবং চারদিন অনুশীলনের পর সোমবার সন্ধ্যায় ক্যাম্পে যোগ দেন ফাহামিদুল।
তার উপস্থিতিতে ক্যাম্পে ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জন। আগামী ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী। এরপর ২০ মার্চ কোচ ক্যাবরেরা ২৩ সদস্যের দল নিয়ে ভারতের শিলং যাবেন।
২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের লড়াই। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সিঙ্গাপুর ও হংকং।