বিশ্ব ইজতেমার ময়দানে একটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে, মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াতে থাকে। এ সময় পদদলিত হয়ে অন্তত ৪০ জন আহত হন। রোববার (০২ ফেব্রুয়ারি) টঙ্গি ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত চলাকালীন এই ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত আহতরা জানান, হঠাৎ ড্রোনের পড়ার শব্দে তারা আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকেন। এতে ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে তারা আহত হন। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গি পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রোনের কারণে মুসল্লিরা দৌড়াতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।