রাশিয়া ইউক্রেনের আবাসিক এলাকা এবং জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শনিবারের এই হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে এক শিশু রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। রাশিয়া ১২৩টি ড্রোন ও ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে ৫৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলায় ইউক্রেনের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৮ জন নিহত হয়, আর ১৭ জন আহত হন। এছাড়া রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডার গার্টেন ও একটি জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।