আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ এবার ইংল্যান্ডের দ্য হানড্রেড লিগে নিজেদের উপস্থিতি নিশ্চিত করলো। কলানিথি মারানের সান গোষ্ঠী ১১০০ কোটি টাকায় নর্দার্ন সুপারচার্জার্সের সম্পূর্ণ মালিকানা কিনেছে। এর মাধ্যমে তারা হয়ে উঠেছে হানড্রেড লিগের তৃতীয় ভারতীয় মালিকানাধীন দল।
এর আগে মুকেশ অম্বানীর মুম্বাই ইন্ডিয়ান্স ও সঞ্জীব গোয়েনকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এই লিগের দল কিনেছিল। তবে তাদের মালিকানা ছিল আংশিক—মুম্বাই ইন্ডিয়ান্স ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ এবং লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা অর্জন করেছিল। তবে সানরাইজার্স হায়দরাবাদ সুপারচার্জার্সের ১০০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে, যা অন্য দুটি ভারতীয় মালিকানাধীন দলের থেকে ব্যতিক্রম।
মূলত আর্থিক সংকটের কারণে ইয়র্কশায়ার কাউন্টি পুরো দল বিক্রি করতে বাধ্য হয়েছে। ইয়র্কশায়ারের সিইও সঞ্জয় প্যাটেল জানান, সান গোষ্ঠীর সঙ্গে কাজ করতে পেরে তারা আনন্দিত এবং আশা করছেন দলটি ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবে।
এর আগে ভারতের বাইরের কোনো লিগে একটিই দল ছিল সানরাইজার্সের—দক্ষিণ আফ্রিকার সানরাইজার্স ইস্টার্ন কেপ, যারা ইতোমধ্যেই দুইবারের চ্যাম্পিয়ন হয়েছে। এবার ইংল্যান্ডেও নিজেদের প্রভাব বিস্তার করলো সানরাইজার্স হায়দরাবাদ।