পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ ইংল্যান্ডের ঘরোয়া ক্লাব লিস্টারশায়ারের সঙ্গে ২০২৫ মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে মে মাসের মাঝামাঝি তিনি ক্লাবে যোগ দেবেন বলে জানা গেছে। ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ‘টি২০ ব্লাস্ট’ ৩১ মে থেকে শুরু হবে, যেখানে মাসুদকে শুরু থেকেই পাওয়ার আশা করছে লিস্টারশায়ার।
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এটি মাসুদের তৃতীয় ক্লাব। ২০২২ সালে ডার্বিশায়ারের হয়ে খেলার অভিজ্ঞতা খুব একটা সুখকর না হলেও, পরবর্তী দুই বছর তিনি ইয়র্কশায়ারের অধিনায়কত্ব করেন এবং তার নেতৃত্বেই দলটি বিভাগীয় প্রতিযোগিতায় উন্নীত হয়। এবার লিস্টারশায়ারে তিনি তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত হলেন। দলের অন্য দুই বিদেশি খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্প এবং নেদারল্যান্ডসের লোগান ভ্যান বিক।
২০১৯ সালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও টেস্ট ক্রিকেটে নিজের অবস্থান শক্ত করেছেন শান মাসুদ। তার নেতৃত্বে সম্প্রতি পাকিস্তান ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় এক টেস্ট সিরিজ জয় করেছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলা এই ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ হাজারের বেশি রান করেছেন।
লিস্টারশায়ারের সঙ্গে নতুন যাত্রা প্রসঙ্গে শান মাসুদ বলেন, “তিন ফরম্যাটে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ক্লাবটির প্রতি সবসময়ই আমার ভালো লাগা ছিল এবং এখানে অনেক তরুণ প্রতিভার উত্থান ঘটেছে। আমি আপ্টনস্টিল কাউন্টি গ্রাউন্ডে খেলতে উপভোগ করি এবং দলের সমর্থকদের ভালোবাসা সবসময়ই পেয়েছি।”
লিস্টারশায়ারের ক্রিকেট পরিচালক ক্লাউদে হেন্ডারসন শান মাসুদের প্রশংসা করে বলেন, “তিনি একজন প্রমাণিত পারফর্মার, যিনি লাল ও সাদা বলের ক্রিকেটে ম্যাচ জেতানোর সামর্থ্য রাখেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে।”