ইংলিশ প্রিমিয়ার লিগের ‘বিগ সিক্স’ ক্লাবগুলো এখন ফুটবলের পরাশক্তি হিসেবে পরিচিত হলেও একসময় তাদের সবাইকেই অবনমনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল।
আর্সেনাল সবচেয়ে আগে, ১৯১৩ সালে অবনমিত হয়। শীর্ষ লিগে ফেরার জন্য গানারদের ছয় বছর অপেক্ষা করতে হয়, এবং ১৯১৯-২০ মৌসুমে তারা ফিরে আসে। এরপর থেকে তারা আর কখনো অবনমনের শিকার হয়নি।
লিভারপুল সর্বশেষ অবনমিত হয় ১৯৫৪ সালে। এরপর আট বছর লড়াই করে দলটি ১৯৬২-৬৩ মৌসুমে শীর্ষ লিগে ফিরে আসে এবং ধীরে ধীরে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব হয়ে ওঠে।
১৯৭৪ সালে অবনমিত হয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তারা মাত্র এক মৌসুম পর, ১৯৭৫-৭৬ সালে শীর্ষ লিগে জায়গা করে নেয়।
টটেনহাম ১৯৭৭ সালে অবনমিত হয়ে এক মৌসুম পর, ১৯৭৮-৭৯ সালে শীর্ষ স্তরে ফিরে আসে। চেলসি অবনমিত হয় ১৯৮৮ সালে এবং ১৯৮৯-৯০ মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরে আসে।
বিগ সিক্স-এর মধ্যে ম্যানচেস্টার সিটির অবনমন সবচেয়ে সাম্প্রতিক। তারা ২০০১ সালে অবনমিত হয়, কিন্তু পরের মৌসুমেই, ২০০২-০৩ সালে, শীর্ষ লিগে ফিরে আসে। এরপর থেকেই সিটি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে, জিতেছে একের পর এক শিরোপা।
আজকের সফলতার পেছনে প্রতিটি দলেরই রয়েছে ত্যাগ ও ঘুরে দাঁড়ানোর এক অনন্য ইতিহাস।