রমজানের দ্বিতীয় জুমায় পবিত্র আল-আকসা মসজিদে ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। দখলদার ইসরায়েলের নানা বাধা ও কড়াকড়ির মধ্যেও মুসল্লিরা সেখানে জড়ো হন। ইসলামিক ওয়াকফ এ তথ্য জানিয়েছে, যদিও ইসরায়েলি পুলিশ সংখ্যাটি প্রকাশ না করে শুধু জানিয়েছে যে ‘হাজার হাজার’ মানুষ অংশ নিয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নামাজে অংশগ্রহণকারীদের বেশিরভাগই ইসরায়েলে বসবাসকারী ফিলিস্তিনি। পশ্চিমতীর থেকে মুসল্লিদের প্রবেশ ঠেকাতে ইসরায়েলি বাহিনী বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুধু ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাও বিশেষ পাস সংগ্রহের শর্তে।
যুবকদের প্রবেশ নিষিদ্ধ করে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়, যাতে তারা কোনো বিক্ষোভ সংগঠিত করতে না পারে। তবে আজকের জুমার নামাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।