অবশেষে টটেনহ্যামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে নিজের ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে আর্সেনাল। ম্যাচে সব গোলই প্রথমার্ধে হয়েছে। সন হিউং-মিনের গোলে পিছিয়ে পড়লেও, প্রতিপক্ষের আত্মঘাতী গোলে সমতা ফিরিয়ে আর্সেনাল। এরপর লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলের মাধ্যমে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে তারা।
প্রথমে ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয় পেয়েছিল আর্সেনাল, তবে পরে টানা তিন ম্যাচ হারতে হয় তাদের। কিন্তু এবার টটেনহ্যামকে হারিয়ে তারা শিরোপার দৌড়ে নিজেদের ফিরে পেয়েছে। এখন আর্সেনাল ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে, লিভারপুলের থেকে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে।