বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন আক্রমণভাগের অন্যতম ভরসা লাউতারো মার্টিনেজ। এর আগে লিওনেল মেসির না থাকার খবরেই হতাশ হয়েছিল ভক্তরা, এবার লাউতারোর ইনজুরি স্কালোনির চিন্তাকে আরও বাড়িয়ে দিল।
ইন্টার মিলানের এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন, যদিও আশার কথা ছিল বাছাইয়ের আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ পর্যন্ত ইনজুরির কারণে উরুগুয়ে ম্যাচে তার খেলা হচ্ছে না। স্কালোনি এখন আক্রমণভাগের নতুন পরিকল্পনা সাজাতে বাধ্য হচ্ছেন, যেখানে হুলিয়ান আলভারেজের ওপর দায়িত্ব বাড়বে।
লাউতারোর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে উঠে আসছে নিকোলাস গঞ্জালেসের নাম। পাশাপাশি স্কালোনি ফরমেশনে পরিবর্তন এনে ৪-৪-২ অথবা ৪-২-৩-১ কৌশল বেছে নিতে পারেন। মিডফিল্ডে রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের সঙ্গে লিয়েন্দ্রো পারেদেসকেও দেখা যেতে পারে। তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি বড় সুযোগ হলেও, দলের জন্য এটি নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আসন্ন উরুগুয়ে ও ব্রাজিল ম্যাচে মেসি ও লাউতারোকে ছাড়া কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আর্জেন্টিনা, সেটাই এখন দেখার বিষয়।