আন্তর্জাতিক ফুটবলে সিএল ইনজুরি একটি ভয়ানক আঘাত হিসেবে পরিচিত, যা অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারকে হুমকির মধ্যে ফেলে দেয়। এরই মধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজও সম্ভবত এমন একটি ইনজুরির শিকার হয়েছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের সম্প্রতি অনুষ্ঠিত ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ৮২ মিনিটে ইসমালিয়া সারের সাথে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন মার্তিনেজ। মাঠে ফিজিও টিম এসে তাকে তৎক্ষণাৎ চিকিৎসা প্রদান করে এবং পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম এই ইনজুরির বিষয়ে নিশ্চিত কিছু জানালেও, ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্তিনেজ সম্ভবত এসিএল ইনজুরিতে ভুগছেন। এরকম হলে তাকে অন্তত ৯ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে এবং বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতেও তার উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করছেন মার্তিনেজ। অতীতে একাধিক ইনজুরির কারণে অনেক ম্যাচ মিস করলেও, এবারকার ইনজুরি তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে রাখার সম্ভাবনা রয়েছে।