বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে সবসময়ই ভক্তদের কৌতূহল তুঙ্গে। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সিদ্ধান্ত—সবই আলোচনার কেন্দ্রে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি, আরিয়ানের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’*-এর টিজার প্রকাশ পেয়েছে, যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত হয়েছেন কথিত প্রেমিকা ব্রাজিলিয়ান মডেল লারিসা বনেসি।
শাহরুখ খান রোমান্সের রাজা হলেও, তাঁর পুত্র আরিয়ানের প্রেমজীবন নিয়ে সবসময় চর্চা লেগেই থাকে। নোরা ফাতেহি, অনন্যা পান্ডে থেকে শুরু করে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার নামও তাঁর সঙ্গে জড়িয়েছে। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, লারিসার সঙ্গেই প্রেম করছেন শাহরুখপুত্র।
আরিয়ান যখন প্রথমবার পরিচালকের আসনে বসে বলিউডে অভিষেক ঘটাচ্ছেন, ঠিক সেই সময়েই লারিসার উচ্ছ্বাস আরও বেশি নজরে পড়েছে। টিজার প্রকাশের পর লারিসা ইনস্টাগ্রামে লেখেন—‘পুরো আগুন! এই মুহূর্তে সবচেয়ে প্রতীক্ষিত শো। এটি বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর জিনিয়াস, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।’
এমন পোস্ট দেখে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই মনে করছেন, আরিয়ান ও লারিসার সম্পর্ক শুধুই বন্ধুত্বের সীমায় নেই। এর আগে মুম্বাইয়ের বিভিন্ন পার্টিতে তাঁদের একসঙ্গে দেখা গেছে। এমনকি, লারিসার মায়ের জন্মদিনে পাওয়া একটি মূল্যবান উপহার নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। শোনা যায়, সেই উপহার নাকি শাহরুখপুত্রই দিয়েছিলেন!
যদিও আরিয়ান ও লারিসা তাঁদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেননি, তবে টিজার ঘিরে লারিসার এমন উচ্ছ্বাস নতুন করে তাঁদের প্রেমের গুঞ্জনে ঘি ঢেলেছে। এখন সবাই অপেক্ষায়, এই সম্পর্কের সত্যতা কবে সামনে আসে!