পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলা স্কুল বাংলাদেশের হকির অন্যতম প্রশিক্ষণকেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকেই উঠে এসেছেন অনেক প্রতিভাবান হকি খেলোয়াড়। এই স্কুল মাঠে বহু বছর ধরে তরুণদের হকি শেখাতেন কিংবদন্তি কোচ মো. ফজলু, যিনি ‘ফজলু ওস্তাদ’ নামে পরিচিত ছিলেন। তার প্রয়াণের পরও তার গড়া ‘ফজলু একাডেমি’ আজও হকি প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে।
রমজান মাস উপলক্ষে ফজলু একাডেমির আয়োজনে আরমানিটোলা স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ‘রমজান কাপ’ হকি টুর্নামেন্ট। এতে অংশ নেয় পাঁচটি দল। প্রতিযোগিতার ফাইনালে ওস্তাদ ফজলু ওরেঞ্জ দল ৮-৪ গোলে ওস্তাদ ফজলু ব্ল্যাক দলকে পরাজিত করে শিরোপা জিতেছে।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সাবেক তারকা হকি খেলোয়াড় কামরুল ইসলাম কিসমত। উপস্থিত ছিলেন আরও কয়েকজন খ্যাতিমান খেলোয়াড় ও সংগঠক, যার মধ্যে ছিলেন কোচ জামাল হায়দার ও হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন। পুরো প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেন আন্তর্জাতিক আম্পায়ার সেলিম লাকী।
পুরান ঢাকার হকি ঐতিহ্য ধরে রাখতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।