চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশাজনক পারফরম্যান্সের পর বর্তমানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা দেশে অবস্থান করছেন। তবে বিশ্রামের সুযোগ খুব বেশি নেই, কারণ আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন মুশতাক। তাই প্রশ্ন উঠছিল, তিনি কি কোচিং প্যানেলে থাকছেন? অবশেষে সেই জল্পনার অবসান হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছে।
এ ব্যাপারে মুশতাক নিজেই নিশ্চিত করেছেন যে তিনি বাংলাদেশ দলের সঙ্গেই থাকছেন। বিসিবির পক্ষ থেকেও বিষয়টি মোটামুটি চূড়ান্ত।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির পর টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক মিশন জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ। আগামী এপ্রিলে ঘরের মাঠে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল এই সিরিজ খেলবে। নতুন মেয়াদে মুশতাক আহমেদ দলে কতটা প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।