ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালীন নিজের আউটের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস। ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে তিনি সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।
গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে ইমরুল ৫০ রান করার পর আবু হাশিমের বলে লং অফে বড় শট খেলেন। বাউন্ডারিতে ওয়াসী সিদ্দিকী বলটি তালুবন্দি করলেও ক্যাচের বৈধতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ভিডিওতে স্পষ্ট নয়, ফিল্ডারের পা সীমানার দড়ি স্পর্শ করেছিল কি না।
ভিডিওর ক্যাপশনে ইমরুল বিসিবির প্রযুক্তির কার্যকারিতা ও আম্পায়ারদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ‘একজন সাধারণ মানুষও বলতে পারে এটা আউট কি না, অথচ উন্নত প্রযুক্তি ব্যবহার করেও আম্পায়াররা বিতর্কিত সিদ্ধান্ত দেয়। বোর্ড কোটি টাকা খরচ করলেও আম্পায়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।’
এছাড়া, ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও আম্পায়ারদের ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয় বলে অভিযোগ তোলেন তিনি। ডিপিএলে এখন পর্যন্ত দুই রাউন্ড শেষ হয়েছে, যেখানে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অগ্রণী ব্যাংকসহ বেশিরভাগ দলের অর্জন ২ পয়েন্ট করে, আর জয়হীন রূপগঞ্জ টাইগার্স রয়েছে সবার নিচে।