ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে বড় ধাক্কা খেল আবাহনী। এবার দল ছাড়লেন জাতীয় দলের অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তিনি নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জকে।
এর আগে নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, সাইফউদ্দীন, তাসকিন আহমেদসহ অন্তত ৮ জন নিয়মিত পারফরমার আবাহনী ছেড়ে গেছেন। দলবদলের শেষ দিনে তালিকাটি আরও দীর্ঘ হলো আফিফের প্রস্থান দিয়ে।
তবে শূন্যস্থান পূরণে আবাহনীও বসে নেই। জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন, অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, নাহিদ রানা, জিসান আলম ও রিপন মন্ডলকে দলে ভিড়িয়েছে তারা।
এছাড়া শাহরিয়ার কমল, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান, মাহফুজুর রহমান রাব্বি, এস এম মেহরুব হাসান, এনামুল হক ও নাইমুর রহমান নয়নকেও অন্তর্ভুক্ত করেছে গতবারের চ্যাম্পিয়ন দলটি।
এতগুলো প্রতিষ্ঠিত পারফরমার হারানোর পর নতুন দল কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।