চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। তাদের শেষ ম্যাচে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মধ্যে একাধিক তর্ক-বিতর্কের ঘটনা ঘটে।
প্রথম ঘটনা ঘটে যখন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি দক্ষিণ আফ্রিকার ম্যাথু ব্রিটজের সঙ্গে মুখোমুখি হন। আফ্রিদি ব্রিটজকে বল করেন, আর ব্রিটজ একটি ডিফেন্সিভ শট খেলে আফ্রিদির দিকে তাকিয়ে ব্যাট চালানোর ভঙ্গি করেন। এতে আফ্রিদি রেগে যান। পরবর্তীতে, সেই ওভারের শেষ বলে ব্রিটজ দৌড়ে এক রান নিতে যান এবং আফ্রিদি হঠাৎ সামনে চলে আসেন, যার ফলে দুই ক্রিকেটারের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপর দুজনেই একে অপরকে কিছু বলেন এবং পরিস্থিতি সামলাতে আম্পায়ারের হস্তক্ষেপ করতে হয়।
এছাড়া, আরও একবার পাকিস্তানি ক্রিকেটাররা তর্কে জড়িয়ে পড়েন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা একটি বল পয়েন্ট অঞ্চলে খেলেন এবং এক রান নিতে যান। কিন্তু তার পার্টনার তাকে ফেরত পাঠিয়ে দেন। বাভুমা ক্রিজে ফেরার আগেই পাকিস্তানের সৌদ শাকিল তাকে রান আউট করেন। বাভুমা হতাশ হয়ে দাঁড়িয়ে থাকেন, তখনই পাকিস্তানের শাকিল, কামরান গুলাম ও বাবর আজম বাভুমার দিকে তেড়ে যান এবং উল্লাস করতে থাকেন। এ ঘটনায় বাভুমা মাথা নাড়তে নাড়তে ফিরে যান, স্পষ্টতই তিনি বিষয়টি ভালোভাবে নেননি।
এই তর্ক-বিতর্কের মধ্যে, দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়, যা পুরো ম্যাচে দেখা যায়।