পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি সম্প্রতি মন্তব্য করেন, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক আইসিসি ও পিসিবি চেয়ারম্যান এহসান মানি। আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) উল্লেখ করে বলেন, “পাকিস্তান ক্রিকেট ভুল সিদ্ধান্তের কারণে আজ এমন পরিস্থিতিতে রয়েছে।”
অপরদিকে, এহসান মানি আফ্রিদির এই মন্তব্যগুলো উড়িয়ে দিয়ে বলেন, “শহিদ আফ্রিদি বা অন্য কেউ যাই বলুক, আমি তা গুরুত্ব দিচ্ছি না। তাদের ব্যক্তিগত এজেন্ডা রয়েছে।” তিনি আরও জানান, পিসিবি চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের নেতৃত্বে থেকেই দলের নিয়ন্ত্রণ আসা উচিত।
আফ্রিদি দাবি করেছিলেন, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ক্রিকেট বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখেন না। তবে, মানি বলেন, “আইসিসির উচিত ছিল আগেভাগে এসব সমস্যা সমাধান করা, বিশেষ করে ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে।”
এছাড়া, ২০২৫ সালের আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে মানি আরও অসন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে, আইসিসি এই ইভেন্টের আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।