অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফেরার ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। মাত্র আট মাস আগে পেশাদার ফুটবল থেকে বিদায় নেওয়া এই ফরোয়ার্ড মার্চের ফিফা উইন্ডোতে ভারতের দুটি ম্যাচে খেলতে যাচ্ছেন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে তার প্রত্যাবর্তন হলেও, বাংলাদেশ ম্যাচেও দেখা যাবে তাকে।
ভারতীয় ফুটবলের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানানো হয়েছে, ভারতের ঘোষিত স্কোয়াডে রয়েছে ছেত্রীর নাম। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশন লিখেছে, “সুনীল ছেত্রী ফিরছেন। ভারতীয় ফুটবলের নেতা ও কিংবদন্তি আন্তর্জাতিক মঞ্চে আবারও মাঠে নামবেন।”
১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। এরপর ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। শিলংয়ে অনুষ্ঠিত হবে দুই ম্যাচই।
এর আগে ২০২৪ সালের মে মাসে ছেত্রী অবসরের ঘোষণা দেন এবং জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তবে মত বদলে আবারও দেশের জার্সিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার।
১৯ বছর দীর্ঘ ক্যারিয়ারে ভারতের হয়ে ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ছেত্রী। যেখানে করেছেন ৯৪টি গোল, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ এবং আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তৃতীয়। এবার ফিরেই পুরোনো ছন্দে দেখা যাবে কি না, সেটাই দেখার বিষয়।