ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার অ্যান্ডি রবার্টস আবারও ভারতকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
রবার্টসের মতে, আইসিসি ভারতকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ডের পরিপন্থী। তার দাবি, আইসিসিকে অবশ্যই ভারতকেন্দ্রিক নীতি থেকে বের হয়ে আসতে হবে এবং সব দলকে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তার সব ম্যাচ খেলেছে দুবাইয়ে, যেখানে অন্য দলগুলোকে বিভিন্ন ভেন্যুতে ভ্রমণ করতে হয়েছে। এক ভেন্যুতে খেলা ও একই হোটেলে থাকার সুবিধা ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে বলে মনে করেন রবার্টস।
তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত সুবিধা পেয়েছিল, যেখানে তারা আগেই জেনে গিয়েছিল তাদের সেমিফাইনালের ভেন্যু।
ভারতের একাধিপত্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আইসিসি যেন এখন বিসিসিআইয়ের মতোই আচরণ করছে। ভারত চাইলে নো-বল ও ওয়াইড বাতিল করে দিতে পারে, আর আইসিসি সেটারও একটা সমাধান বের করবে। এটা ন্যায্য নয়, ক্রিকেট একটি বৈশ্বিক খেলা হওয়া উচিত।”
রবার্টসের সমালোচনার মধ্যেও ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সাফল্য চোখে পড়ার মতো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। তবে এই সাফল্যের পেছনে বাড়তি সুবিধার ভূমিকা আছে কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আইসিসি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি ভারতের প্রভাবশালী অবস্থানের কারণে অন্য দলগুলো বঞ্চিত হচ্ছে—এই বিতর্ক বিশ্ব ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে।