ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) ২৫তম আসরে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ সিনেমাটি সেরা সিনেমাসহ ১০টি পুরস্কার জিতে নেয়। সিনেমার গল্প দুটি নববধূর স্বামী বদলে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে, যা বেশ আলোচিত হয়েছে। এই সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন নিতাংশি গোয়েল এবং সেরা নবাগতা হয়েছেন প্রতিভা রান্তা।
এছাড়া, ভোজপুরি তারকা রবি কিষাণ সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার লাভ করেন এবং কিরণ রাও সেরা পরিচালকের পুরস্কার পান। আরও কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার যেমন সেরা মৌলিক গল্প, সেরা চিত্রনাট্য, সেরা গীতিকার ও সংগীত পরিচালকও ‘লাপাতা লেডিস’ এর ঝুলিতে এসেছে।
৯ মার্চ, রাজস্থানের জয়পুরে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে নাচেন বলিউডের সেরা অভিনেত্রী ও অভিনেতা, যেমন মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, কৃতি স্যানন এবং শহিদ কাপুর। সেরা অভিনেতার পুরস্কারও পান কার্তিক আরিয়ান, যিনি ‘ভুল ভুলাইয়া থ্রি’-তে রুহ বাবা চরিত্রে অভিনয় করে সবার মন জয় করেছেন।
আইফা ২০২৫-এর আসরটি ছিল একটি উজ্জ্বল ও আলোকিত মুহূর্ত, যেখানে আমির খানের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে।