ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে দর্শকদের আগ্রহ এবার আরও বেশি। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় টিকিটের চাহিদা তুঙ্গে। গত আসরে ইডেনে কলকাতার ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭৫০ টাকা, যা এবার বেড়ে হয়েছে ৯০০ টাকা।
ভারতের সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আইপিএল শুরু হচ্ছে, যার ফলে এবারের আসর নিয়ে উত্তেজনা আরও বেশি। ইডেনে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে গেছে।
শুধু ইডেন নয়, চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের টিকিটের চাহিদাও ব্যাপক। আইপিএলে সাধারণত প্লে-অফ পর্বে টিকিটের দাম ও চাহিদা বাড়ে, কিন্তু এবার শুরু থেকেই দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।
বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের পাশাপাশি এবারের আইপিএলে নজর থাকবে তরুণ ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও হার্ষিত রানাদের দিকেও। ভারতের সাম্প্রতিক সাফল্য এবং ক্রিকেটপ্রেমীদের বিপুল আগ্রহের কারণেই সম্ভবত আয়োজকরা টিকিটের দাম কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।