বৃষ্টি যেন আফগানিস্তানের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়ালো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষেও বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে এই এক পয়েন্টই স্টিভ স্মিথের দলকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দিয়েছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। শুরুতেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে (০) হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর ইব্রাহিম জাদরান (২২) ও সিদিকুল্লাহ (৮৫) দলের হাল ধরলেও বড় ইনিংস গড়তে পারেননি। শেষ দিকে আজমতউল্লাহর ৬৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২৭৩ রানে অলআউট হয় আফগানিস্তান।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১২.৫ ওভারে ১০৯/১ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া, যেখানে ট্রাভিস হেড ৫৯ রানে অপরাজিত ছিলেন। এরপরই নামে বৃষ্টি, আর খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ফলে দুই দলকে পয়েন্ট ভাগ করে নিতে হয়।
এই সমীকরণে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে গেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, আফগানিস্তানের বিদায় এখন অনেকটাই নিশ্চিত। তবে তাদের শেষ সুযোগ টিকে আছে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচের ওপর নির্ভর করে, যা কার্যত অসম্ভবই মনে হচ্ছে।