অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় লাভ করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিস। তিনি ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে পোল্যান্ডের ইগা সিয়াতেককে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছেন।
শুরুতে সিয়াতেক ৭-৫ গেমে প্রথম সেট জয় করে এগিয়ে থাকলেও কিস দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে আসেন এবং ৬-১ গেমে জয়ী হন। শেষ সেটে আবারও সমান তালে লড়াই চলে, তবে টাইব্রেকারে কিস জয়ের হাসি হাসেন।
২০১৭ সালের পর আবারও কোনো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন কিস, এবং এবার তার সামনে রয়েছে বেলারুশের আরিনা সাবালেঙ্কা, যিনি টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন। সাবালেঙ্কা যদি শিরোপা জিতেন, তবে তিনি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে তিনবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়বেন।