মাত্র ৯১ রানের পুঁজি নিয়েও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপের ম্যাচে জয়ের আশা জাগিয়েও বাংলাদেশ ২ উইকেটে ম্যাচ হেরে যায়।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরু থেকেই ছিল বিপর্যস্ত। ওপেনার সুমাইয়া আক্তারের ১৩ রানের ছোট ইনিংস এবং সাতে নামা আফিয়া আসিমার লড়াকু ২৯ রানের ইনিংস ছাড়া দলের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ২০ ওভারে বাংলাদেশ থামে ৯১ রানে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে উইলিয়ামসন এবং ব্রে যথাক্রমে ২টি করে উইকেট নেন।
তবে ছোট লক্ষ্যের পিছু ধাওয়া করেও অস্ট্রেলিয়া সহজ জয় পায়নি। তাদের দুই ওপেনার মিলে দ্রুত ২৬ রান তুলে নিলেও ম্যাকিওনের রানআউটের পর দলের রানের গতি কমে যায়। জান্নাতুল মাওয়া চমৎকার বোলিং করে ক্যাট পেলে-সহ ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ৫০ থেকে ৬৭ রানের মধ্যে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়ে ফেলে।
এলা ব্রিসকোর স্থির ব্যাটিংয়ের কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া জয় তুলে নেয়। তবে ৮৬ রানে অষ্টম উইকেট হারানোর পর বাংলাদেশের জয়ের আশা নতুন করে জেগেছিল। ফাহমিদা ছোঁয়ার করা ১৯তম ওভারে অস্ট্রেলিয়া ৪ রান তুলে সমতায় পৌঁছায়। শেষ ওভারে সহজ সুযোগ মিস করায় নবম উইকেট তুলে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ, যা ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখে।
দলের হয়ে বল হাতে মাওয়ার ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেটের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। গ্রুপের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৯১/৯ (আফিয়া ২৯, সুমাইয়া ১৩; উইলিয়ামসন ২/১২, ব্রে ২/১৮)।
অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ৯২/৮ (হ্যামিল্টন ৩০, পেলে ১৬; মাওয়া ৩/১৫, হাবিবা ১/১২)।
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী।