বগুড়ার শিবগঞ্জে একটি মর্মান্তিক অটো দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। মালয়েশিয়া প্রবাসী আবদুল কাইয়ুম বাবু তার দুই সন্তান, ছয় বছরের সামিয়া ও চার বছরের বায়েজিদকে নিয়ে আলু তুলতে জমিতে গিয়েছিলেন। রিকশা চালু রেখে বাবু জমিতে আলু তুলতে যান। এই সময় খেলার ছলে বায়েজিদ পিকআপে চাপ দিলে অটোটি রাস্তার পাশের তাল গাছের সাথে ধাক্কা খেয়ে উলটে যায়। এতে সামিয়া রিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান, আর বায়েজিদ আহত হয়। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ দুর্ঘটনা শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার নান্দুরা গ্রামে ঘটে। জানা গেছে, বাবু কয়েকদিন আগে ছুটিতে বাড়ি ফিরেছিলেন এবং তিনি জমির আলু তোলার জন্য অটোটি নিয়ে গিয়েছিলেন। সন্তান হারানোর শোকসর্বস্ব বাবু এই মর্মান্তিক ঘটনায় শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। তাঁর সন্তানের মৃত্যুর খবর পুরো গ্রামে শোকের ছায়া এনে দিয়েছে।